দিনে ৭০ হাজার মানুষকে ওমরাহ পালনের অনুমতি দিলো সৌদি আরব

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২১ 554 views
শেয়ার করুন

 

মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর শিথিল হয়েছে পবিত্র ওমরা। শুরুতে সীমিতসংখ্যক মানুষকে এই সুযোগ দেওয়া হলেও এখন তা বাড়িয়েছে দেশটির কর্তৃপক্ষ। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে প্রতিদিন ৭০ হাজার মানুষ ওমরা আদায় করতে পারবেন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এই ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়।

এর আগে সৌদি আরবের হজ ও ওমরাহ সেক্রেটারি আব্দুল আজিজ ওয়াজান জানিয়েছিলেন, ওমরাহ আদায়কারীদের সংখ্যা ৬০ হাজার থেকে ৯০ হাজার এবং এক লাখ ২০ হাজার পর্যন্ত বাড়ানো হবে।